Little Women (2019)
Director: Greta Gerwig
Writers: Greta Gerwig, Louisa May Alcott (based on the novel by)
Stars: Saoirse Ronan, Emma Watson, Florence Pugh, and More …
Genres: Drama, Romance.
IMDb Rating: 8.2/10
Little Women আমার দেখা ২০১৯ সালের সেরা হলিউড মুভি। তাই রিভিউ না দিয়ে পারলাম না ।
মুভিটি দেখার সময় আমার সবচেয়ে বেশি মনে পড়েছে হুমায়ূন আহমেদের একটি উপন্যাসের কথা, একটা মধ্যবিত্ত পরিবার, ৪ বোন, তাদের বাবা সাথে থাকে না, মা কোনমতে সংসার চালায়, পরিবারের বড় বোন সবচেয়ে আত্মত্যাগী, ছোট বা সেজোটা একটু ঢঙ্গি ধরণের, আর একটা আছে- ধ্যারধ্যারা, বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখে। আর একজন মরণব্যাধিতে আক্রান্ত।বিখ্যাত এই উপন্যাসের সময়কাল অ্যামেরিকান Civil War এর পরবর্তী সময়ের অ্যামেরিকা। তাই বলে Period Drama ভেবে একঘেয়ে লাগার সম্ভাবনা মোটেই নেই । এখানেই Lady Bird এর Greta Gerwig তার পরিচালনা আর চিত্রনাট্যের মুনশিয়ানা দেখিয়ে একজন নির্ভরযোগ্য পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হলিউডে। কেননা, অনেকটাই আত্মজীবনীমূলক কাজটা নিয়ে যুগে যুগে টিভি ড্রামা, মুভি আরও হয়েছে। তবে কোনটাই এটার মতো ভালো হয়নি।গল্পটা এতোই আবেগি আর হৃদয়স্পর্শী যে মনে হচ্ছিলো এধরণের গল্প অনেক দেখেছি। হয়তো অনেকের লেখাই Little Women এর চরিত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়েছে, সেটা হুমায়ূন আহমেদও হতে পারে। অবাক হবেন না, আসলেই অনেক বাংলা নাটকে এধরণের গল্প/চরিত্রের মিশ্রণ দেখেছি। আর মুভিটা নিয়ে এই একটা সমস্যাই আমার মনে হয়েছে। বাকি সবকিছু অসাধারণ। সিনেমাটোগ্রাফি, আবহ সংগীত আর অভিনয় মিলিয়ে সময়টাকে এতো সুন্দর আর নিপুণভাবে উঠে এসেছে, যে জগতটায় থাকতে ইচ্ছা করবে, ভালোমন্দ মেশানো চরিত্রগুলো এসময়ের ক্ষেত্রেও এতই বাস্তবিক যে ওদের ভালোটাই চেয়েছি সবসময়। তবে, সবচেয়ে বেশি মায়া হয় জো’র জন্য, যে চরিত্রের জন্য সার্শা রোন্যান অস্কারে সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন ৩য়বারের মতো। এসময়ের তরুণী অভিনেত্রীদের মাঝে এক রোন্যানকেই দেখলাম হাবিজাবি মুভি না করে যা করে তাই সলিড, মূল চরিত্র। এটা দেখার পর Lady bird এর রোন্যান র্যাঙ্কিং এ নেমে গেলো, ভাবতে হবে রোন্যানকে Brooklyn এ বেশি ভালো লেগেছে নাকি এখানে। চরিত্র দুইটা আলাদা হলেও একটা জায়গায় তার ৩টা চরিত্রই এক- সেটা হচ্ছে নারীর স্বকিয়তা। তবে রোন্যান এবার ভিন্ন কিছু চেষ্টা করলে ভালো করবেন। Little Women জুড়ে দুর্দান্ত Cast, যে মুভিতে মেরিল স্ট্রিপ অভিনয় করার পরেও তাকে পার্শ্ব চরিত্রে মনোনয়নের ব্যাপারে কেউ কথা বলে না, বুঝতে হবে সেখানে বাকি সবার অভিনয়ের মান কোন জায়গায়। সার্শার পরে ফ্লোরেন্স পিউর চরিত্রটাই পার্শ্ব চরিত্রে মনোনয়ন পেলো, এমা ওয়াটসন খানিকটা ম্লান হয়ে গেলো, একইভাবে তাদের মা’র চরিত্রে লরা ডার্নও। এখানেই একটু আফসোস আমার – সবকয়টা চরিত্র সম্পর্ক আর সময়টা এতো সুন্দর আর আপন যে সেখানে মাত্র ২ ঘন্টা না আরও বেশি সময় থাকলে সমস্যা ছিলো না। এজন্য মনে হয়েছে এটা টিভি মিনি সিরিজ হলে বেশি মানাতো।যাই হোক, গ্রেটা গল্পটাকে ননলিনিয়ার ভাবে বলে ভালো করেছেন। Lady Bird মৌলিক কাজ হলেও আমার মতে এটা আরও বেশি চ্যালেঞ্জিং কাজ হয়েছে। মেয়েগুলোর জীবনে প্রেম, বিরহ, স্বাদ আহলাদ, দারিদ্র্য মিলিয়ে কষ্টের অনেক জায়গা থাকলেও সার্বিক টোন ছিলো সুখী সুখী। এখানেই গ্রেটা তারিফের দাবীদার। একটা লাইফটাইম টক-ঝাল-মিষ্টি মুভি অভিজ্ঞতা নিতে চাইলে Little Women দেখতে পারেন। পরিবারকে নিয়ে দেখার মতো পরিচ্ছন্ন মুভি। আমার চমৎকার লেগেছে। ধন্যবাদ ।
Awesome post! Keep up the great work! 🙂