পৃথিবীর সবচেয়ে বিষধর ব্যাঙদের মধ্যে প্রথম স্থানটি অধিকার করে আছে এই 𝙂𝙤𝙡𝙙𝙚𝙣 𝙋𝙤𝙞𝙨𝙤𝙣 𝙁𝙧𝙤𝙜.. প্রশান্ত মহাসাগরের উপকূলে আর কলম্বিয়ার রেইন ফরেস্টে এদের দেখা মেলে। প্রচুর বৃষ্টিপাত আর মাঝারি তাপমাত্রা এদের বসবাসের জন্যে উপযুক্ত।

Golden poison frog প্রজাতির এই ব্যাঙগুলো লম্বায় ৫ সেন্টিমিটারের বেশি হয় না। এরা নিজেদের শরীরের চেয়ে অনেকগুণ বেশি খাবার খেতে পারে! এজন্যই বোধহয় এদের আরেক নাম হলো খাদক ব্যাঙ। শরীরের সোনালী চামড়াই কিন্তু এদের বিষের ভান্ডার। এদের বিষ এতটাই শক্তিশালী যে এর এক মিলিগ্রাম ১০ হাজারটি ইঁদুর কিংবা ১০ থেকে ২০ জন মানুষ মেরে ফেলতে পারে এক পলকেই।
SCIENTIFIC NAME : Phyllobates terribilis